ধুনটে মাদক মামলায় শ্রমিকদল সভাপতিসহ তিনজন গ্রেপ্তার

বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিনসহ (৫০) তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনি আমিন উপজেলার উল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এছাড়াও অপর দুজন হলেন উল্লাপাড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও মাটিকোড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রুবেল মাহমুদ (৩৮)।

বুধবার দুপুরের দিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ধুনট শহরের সিএনজি বাসস্ট্যান্ড এলাকা থেকে মাতাল অবস্থায় তাদের আটক করা হয়।

থানা পুলিশ জানায়, থানা পুলিশের একটি দল শহর এলাকায় রাত্রিকালীন টহল দিতেছিলেন। এসময় রাত সাড়ে তিনটার দিকে শহরের সিএনজি বাসস্ট্যান্ড এলাকায় বনি আমিন, আব্দুল মান্নান ও রুবেল মদ্যপ অবস্থায় ঘুরছিলেন। অস্বাভাবিক আচরন করায় তাদের আটক করে পুলিশ। বুধবার সকালে থানা পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ