Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

সারাদেশের ন্যায় বগুড়ার ধুনটে শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। বুধবার সকালে চৌকিবাড়ি ইউনিয়নের একটি কেন্দ্রে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খায়ানো হবে এ ক্যাপসুল। এই ক্যাম্পেইন চলবে ১৯ জুন পর্যন্ত। এবার মোট ৪৯হাজার ২৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
এরমধ্যে ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৬৭২ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৩৫৬শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলায় ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ ২৪১টি কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে ভিটামিন-‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবী সহ ৬০৪ জন কর্মী শিশুদের এ ক্যাপসুল খায়ানোর কাজে যুক্ত রয়েছেন।
এ বিষয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম ধুনট বার্তাকে বলেন, ভিটামিন ‘এ’ মানবদেহের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। শিশুদের দেহবৃদ্ধি, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে ভিটামিন ‘এ’ কাজ করে।
