ধুনটে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার যমুনা নদীর সহড়াবাড়ি ঘাট পয়েন্টে ১৬ দশমিক ৭২ মিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা নির্ধারণ করা হয়েছে ১৬.৭০ মিটার। গত ৪৮ ঘন্টায় ১১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

    হু হু করে পানি বেড়ে যমুনার কূল উপচে চর এলাকায় কৃষকের পাট ক্ষেত তলিয়ে গেছে। যমুনা পাড়ের মানুষের মাঝে বন্যা আতংক দেখা দিয়েছে।

    বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক ধুনট বার্তাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। আরো দুই একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ সার্বক্ষনিক পর্যবেক্ষনে রাখা হয়েছে। 

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ