ধুনটে মার্সেলের এক্সক্লুসিভ শোরুমের যাত্রা শুরু



ধুনট শহরে চালু হলো মার্সেলের এক্সক্লুসিভ শোরুম মৌসুম ট্রেডার্স। শহরের হাসপাতাল সড়কে ডাক বাংলার পূর্ব পাশে শনিবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিক ভাবে শোরুমটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ এই শোরুমের উদ্বোধন করেন।

এসময় মার্সেলের এড়িয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান আজিজ, বিসিআইসি সার ডিলার ফুলেরা বেগম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ পাখী, এ্যাডভোকেট সাইদুর রহমান, মৌসুম ট্রেডার্সের স্বত্তাধিকারী ফজলার রহমান মিলন সরকার ও সাংবাদিক ফজলে রাব্বী মানু উপস্থিত ছিলেন।  

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ