ধুনটের কলেজ শিক্ষক কারাগারে

বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী নছরতপুর হাজী কাজেম জোবেদা বিএম কলেজের ইংরেজী প্রভাষক আ‌মিনুল ইসলামকে কারাগারে পা‌ঠিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে এক‌টি ভেকু মে‌শিন (মা‌টি কাটার যন্ত্র) চু‌রির মামলা রয়েছে। সোমবার ওই মামলায় বগুড়ার আদালতে হা‌জির হয়ে জা‌মিন প্রার্থনা করেন তি‌নি। মামলার শুনানী শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আ‌মিনুল ইসলাম চৌ‌কিবাড়ী ইউ‌নিয়নের পাঁচথুপী গ্রামের আব্দুল গফুরের পুত্র। ওই কলেজ শিক্ষকের ছোট ভাই মামলার অপর আসামী আইয়ুব আলীর জা‌মিন মুঞ্জুর করেছে আদালত।

মামলার বিবরণ সূত্রে জানা যায় ২০২১ সালের ৫ মে কলেজ শিক্ষক আ‌মিনুল ইসলামের কাছ থেকে ১৫ লাখ টাকা মূল্যে ভেকু মে‌শিন কিনে নেন পাঁচথুপী গ্রামের হা‌ফিজুর রহমানের পুত্র মিলন শেখ। কেনার পর থেকে ভেকু মে‌শিন‌টি ব্যবহার করে আস‌ছিলেন মিলন। ওই বছর ১৬ মে দিবাগত রাতে কলেজ শিক্ষক আ‌মিনুল ইসলাম ও তার ভাই আইয়ুব আলী ২/৩জ‌ন অজ্ঞাত ব্যক্তির সহযোগীতায় ভেকু মে‌শিন‌টি চু‌রি করে নিয়ে যান। পরব‌র্তিতে পু‌লিশের সহায়তায় ভেকু মে‌শিন‌টি উদ্ধার করা হয়। তবে মে‌শিন‌টি বর্তমানে পু‌লিশ হেফাজতে রয়েছে।

এঘটনায় জেলা বগুড়ার ধুনট থানা আমলী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মিলন শেখ। সেই মামলায় উচ্চ আদালত থেকে জা‌মিন নেন আ‌মিনুল ইসলাম ও আইয়ুব আলী। জা‌মিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার বগুড়ার আদালতে হা‌জির হোন আসামীরা। সেখানে তারা জা‌মিনের আবেদন করলে শুনানী হয়। শুনানী শেষে আইয়ুব আলীর জা‌মিন মুঞ্জুর ও আ‌মিনুল ইসলা‌মকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ বিষয়ে মামলার বাদী মিলন শেখ বলেন, আদালতে বিচারক দুই পক্ষের শুনানী, ভেকু মে‌শিন ক্রয় বিক্রয়ের কাগজের যাচাই বাছাই শেষে প্রধান আসামীকে কারাগারে পা‌ঠিয়েছে। আশা কর‌ছি আ‌মি আদালতের কাছে উপযুক্ত বিচার পাবো।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ