ধুনটে ইট ভাটা মালিক সমিতির সম্মেলন

বগুড়ার ধুনট উপজেলায় ইট ভাটা মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় ধুনট ইছামতি ডিজিটাল কমপ্লেক্সে সম্মেলনের প্রথম অধিশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা ইট ভাটা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল, সহসভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন খান সাহান ও সদস্য কাজিনূর।

সভার দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে হায়দার আলী হিন্দোলকে সভাপতি, আব্দুল কাইয়ুম টগরকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সাজ্জাদ হোসেন, সামছুল বারী, যুগ্ম সম্পাদক নাইম সরকার, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বাদশা, নির্বাহি সদস্য জুয়েল সরকার, মাহফুজার রহমান, সাফায়েত আহমেদ ফাহিম, ফরিদুল ইসলাম, জিল্লুর রহমান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ