
বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ধুনটের কান্তনগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। এছাড়া ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
সম্প্রতি কলেজটি এমপিও ভূক্ত হওয়ার ঘোষনায় শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। কলেজটি এমপিও ভূক্ত হওয়ায় মঙ্গলবার তারা স্থানীয় সংসদ সদস্য ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান।
শুভেচ্ছা প্রদানকালে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, কান্তনগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান আসাদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম জোয়ার্দার, জিএম ফিরোজ লিটন, কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, প্রদর্শক শাহাদৎ হোসেন, সহকারী লাইব্রেরীয়ান মাহিমা আকতার, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক টিআইএম নূরুন্নবী টুটুল, ল্যাব সহকারী নিগার সুলতানা, মরিয়ম খাতুন ও এমএলএসএস দুলাল মিয়া উপস্থিত ছিলেন।


