ধুনটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

বিকাশ সভাপতি : গোবিন্দ সম্পাদক

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়ার ধুনট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ধুনট কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়।

সভাপতিত্ব করেন ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা। সাধারণ সম্পাদক গোবিন্দ কুমারের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সদস্য দিলিপ কুমার দেব, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, সহসভাপতি চঞ্চল বসাক, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি গৌতম কুমার, পৌর কমিটির নেতা ভানু সেন, ইউনিয়ন কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার সাহা ও নিমাই চন্দ্র ঘোষ।

সম্মেলন শেষে দুই বছর মেয়াদে নতুন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহসভাপতি পপি রানী, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার, যুগ্ম সম্পাদক রনি কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক সুজন কুমার সাহা নির্বাচিত হয়েছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ