পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলার সীমান্তবর্তি গ্রাম হরিনাথপুরে পুকুরের পানিতে ডুবে তাছিম উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাছিম উদ্দিন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহতের পারিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের বাড়ির পাশের রাস্তায় তাছিম উদ্দিন সকাল ৮টার দিকে খেলার অংশ হিসেবে সাইকেল নিয়ে চলাচল করছিল। এসময় হঠাৎ করে সে সাইকেল থেকে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় তাছিম উদ্দিন ওই পুকুরের পানিতে ডুবে যায়।

পরিবারের লোকজন সকাল ৯টার দিকে ওই পুকুরের পানি থেকে তাছিম উদ্দিনকে উদ্ধার করে। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় জরুরী বিভাগের চিকিৎসক সাদিয়া নওশিন ওই শিশুর মৃত্যু নিশ্চিত করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাদিয়া নওশিন বলেন, পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু আমরা তার চিকিৎসার সুযোগ পাইনি। কেননা, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ