ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সেলিনা আকতার, আওয়ামী লীগ নেতা রেজাইল করিম দুলাল, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আব্দুল খালেক, শাহাদৎ হোসেন, মহিবুল আমিন, পরিদর্শক মিজানূর রহমান।

আলোচনা সভা শেষে উপজেলার সেরা স্বাস্থ্যকর্মীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ