হেফাজতের সাথে কোনো আপস করেনি আ.লীগ

নিউজ ডেস্ক.

‘হেফাজতের সাথে কোনো আপস ও বৈঠক করেনি আওয়ামী লীগ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
মঙ্গলবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে তাকে অভিনন্দন জানিয়ে হাছান মাহামুদ বলেন, তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। গত নির্বাচনে অংশ না নিয়ে জনগণ থেকে বিএনপি ধিকৃত হয়েছে। এবার নির্বাচনে না গেলে তাদের নিবন্ধনই থাকবে না।
তিনি বলেন, দেশ যখনই উন্নয়নের ধারায় এগিয়ে যায় তখনই বিএনপি-জামাত জোটের মাথা নষ্ট হয়ে যায়। তারা সোজা পথ বুঝে না, তাই ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে উৎখাত করে উন্নয়নকে স্তব্ধ করতে চায়।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র, মানবাধিকার কর্মী, লায়ন অরুন সরকার রানা। বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কবি রবীন্দ্র গোপ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক প্রমুখ বক্তব্য দেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ