
বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ধুনট প্রিয়াঙ্গন পার্কে অনুষ্ঠিত মিলনমেলায় প্রায় ৬০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সবার কাছেই দিনটি ছিল অন্যসব দিনের চেয়ে আলাদা। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একসাথে হতে পেরে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বন্ধুকে কাছে পেয়ে বাঁধভাঙ্গা প্রাণের উল্লাসে জমে ওঠে হাসি ঠাট্টা, গল্প আর আড্ডা।
মিলনমেলায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ড. শাহাদৎ হোসেন, অধ্যাপক শাহীন আকতার, জনতা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক আকতার হোসেন, পুলিশ পরিদর্শক আবু ওবায়েদ, ব্যবসায়ী বদরুল হাসান আগা, মেডিকেল টেকনোলজিস্ট মোফাজ্জল হোসেন, প্রবাসি সেলিম রেজা, প্রভাষক আব্দুর রহিম খান, সোহরাব হোসেন, ব্যবসায়ী শাহ আলম মন্টু, হোসেল রানা, আমিনুল ইসলাম প্রিন্স, মশিউর রহমান, সেলিম মন্ডল ও সমাজসেবক রফিকুল ইসলাম রাজু।


