ধুনটে হেরোইনসহ নারী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ সিমা খাতুন (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিমা খাতুন ধুনট পৌর এলাকার সদরপাড়ার সিরাজ উদ্দিনের মেয়ে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সদরপাড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে সিমা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শরীর তল্লাশী করে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। বুধবার দুপুরের পর সীমা খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, হেরোইনসহ আটক সীমা খাতুনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ