ধুনটে এস‌বিও‌বি‌ডি’র স্বেচ্ছাসেবী সম্মেলন অনু‌ষ্ঠিত

স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ ধুনট উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন ও মিলনমেলা অনু‌ষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধুনট উপজেলা প‌রিষদ চত্বরে উক্ত সম্মেলন অনু‌ষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব‌্য দেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন।

এসবিওবিডি ধুনট উপজেলা শাখার সভাপ‌তি আশার আলোর সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত সম্মেলনে বিশেষ অ‌তি‌থির বক্তব‌্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম‌্যান মহ‌সিন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপ‌তি গোলাম সোবহান, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, এসবিওবিডি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ,এস,এম নিয়ামুল হাসান বাধন ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহ‌সিনা আঁ‌খি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিওবিডি ধুনট উপজেলা শাখার দপ্তর সম্পাদক নোমান ইসলাম।

অনুষ্ঠানে সংগঠনের ধুনট উপজেলার সকল স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন। এ সময় সেরা রক্তদাতা, সেরা ডোনার সংগ্রহকারী ও সেরা সংগঠকদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং উপস্থিত সকল সদস্যদের মানবিক কাজে অবদান রাখায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ