বাঘায় ট্রলি উল্টে নিহত ২

নিউজ ডেস্ক.

রাজশাহীর বাঘায় ধান বোঝাই ট্রলি উল্টে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার কালিদাসখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিদাসখালী গ্রামের আমিনুল হকের ছেলে ট্রলি চালক সোহেল রানা (২৮) ও পাশ্ববর্তী লক্ষ্মীনগর চরের বসের মোল্লার ছেলে জয়েল মোল্লা (৩৪)।
বৃহস্পতিবার দুপুরে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পদ্মার চরের কিছু শ্রমিক ধান কেটে নাটোরের সিংড়া থেকে ফিরছিলেন। কালিদাসখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ওই ট্রলিটি উল্টে যায়। এই ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলির চালকসহ দুইজন মারা যান।
এছাড়া আরও কয়েকজন শ্রমিক এতে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওসি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ