Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় নাটাবাড়ি মনোয়ারা নিজামিয়া দাখিল মাদ্রসা এমপিও ভুক্ত হওয়ায় স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা গ্রহনের পর ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, লিয়াকত আলী লিটন, সমাজসেবক অ্যাড. মসলেম উদ্দিন লিটন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাহমুদুল হাসান, ডা. শাখাওয়াত হোসেন, মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন ও সহসুপার আল আমিন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, নাটাবাড়ি মনোয়ারা নিজামিয়া দাখিল মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছিল। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের সহযোগিতায় সম্প্রতি মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়েছে।
