
জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।

প্রস্তুতি সভায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি রেজাউল হক মিন্টু, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন ও গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, উপজেলা শিল্পকলা একাডেমির সচিব শফিকুল ইসলাম চাঁন সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ধুনট বার্তাকে জানান, আলোচনা সভায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচী সমূহ শিঘ্রই প্রকাশ করা হবে। কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ১ আগস্ট থেকে সকলকে কালো ব্যাচ পরিধানের জন্য অনুরোধ করা হলো।


