
বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় এক মাস ধরে ৫ সদস্যের কৃষক পরিবার অবরুদ্ধ হয়ে আছে। এ ঘটনাটি উপজেলার আনারপুর পশ্চিমপাড়া গ্রামের। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয়েছে গাছের ডালপালা এবং আবর্জনা।
এ ঘটনায় আনারপুর পশ্চিমপাড়া গ্রামের কৃষক আব্দুল গফফারের ছেলে আরব আলী ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে আব্দুল গফফারের প্রতিবেশী একই গ্রামের বজলার রহমানের ছেলে ঠান্ডু মিয়া (৪৮) ও সোলায়মানের ছেলে তরিকুল ইসলাম (৩৮) সহ ৭ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল গফফার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। জমিজমা সংক্রান্ত এবং পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তার চাচাত ভাই ঠান্ডু মিয়া ও তরিকুল ইসলামদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
এ অবস্থায় গত ০৭ জুলাই সকালের দিকে ঠান্ডু মিয়া ও তার লোকজন আব্দুল গফফারের বসতঘর থেকে বের হওয়ার রাস্তায় গাছের ডালপালা এবং আবর্জনা রেখে দেয়। ফলে চলাচলের ওই রাস্তা বন্ধ হয়ে যায়। এতে আব্দুল গফফারের পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ওই বাড়িতে অন্য কোন লোকজন যাতায়াত করছে পারছে না। এতে ওই পরিবারটির জীবনযাপন দুর্বিসহ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোন কাজ হয়নি।
এ বিষয়ে ঠান্ডু মিয়া বলেন, চলাচলের ওই রাস্তা তার ব্যক্তিগত সম্পত্তি। এতদিন চলাচল করতে দিয়েছেন এখন বন্ধ করে দিয়েছেন।
ধুনট থানার এসআই আব্দুস সালাম আজাদ ধুনট বার্তাকে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে ডেকে বিষয়টির মিমাংসার চেষ্টা করা হবে।


