ধুনটে জাতীয় শোক দিবস পালিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষ্যে একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলার মুজিব চত্ত্বরে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

    ধুনট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল হক মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, থানার ওসি কৃপা সিন্ধু বালা, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান ও শরিফুল ইসলাম খান প্রমুখ।

    আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চিকিৎসা সহায়তার জন্য ১৮ জনের মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৬ জনের মাঝে ৪ লাখ টাকার ঋণের চেক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    অনুষ্ঠানে সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ