
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবাসহ রিপন মিয়া (৩৪) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন মিয়া উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও মাধবডাঙ্গা গ্রামের জালাল আকন্দের ছেলে।
শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাধবডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগের ৭টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা রিপন মিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি। মাদক মামলায় জামিনে এসে প্রতিবারই তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সদস্যরা তার বাড়িতে অভিযান চালায়।
এসময় তার দেহ ও ঘর তল্লাশি করে ২৫০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। এ ঘটনা থানা পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ৮টি মাদক মামলা হলো।
এদিকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে যুবলীগ থেকে তাকে বহিস্কার করেছে উপজেলা যুবলীগ।
ধুনট থানার এসআই আসাদুজ্জামান জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিপন মিয়াকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।


