ধুনটে ওএমএসের চাল বিক্রয়ের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিলারের ঘর থেকে প্রতিজন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবে। ধুনটে ৩টি ডিলার পয়েন্টে এ কার্যক্রম চালু থাকবে। প্রতিদিন প্রতি ডিলার ২হাজার কেজি চাল বিক্রয় করতে পারবে। আগামী নভেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধুনট বাজারের সোনামুখি রোড এলাকায় ওএমএস এর এই চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, উপ-খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিক ও ডিলার আমজাদ হোসেন প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ