ধুনটে অবৈধভাবে মজুদ করা ভিজিডির ২০ বস্তা চাল জব্দ

জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় শিবা হাওলাদার নামে এক ব্যক্তির বাড়ি থেকে ২০ বস্তা (৬০০ কেজি) ভিজিডি কর্মসূচীর চাল জব্দ করেছে পুলিশ। শিবা হাওলাদার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেচিবাড়ি গ্রামের গৌর চন্দ্র হাওলাদারের ছেলে।

এঘটনায় বৃহস্পতিবার সকালের দিকে থানা পুলিশ বাদি হয়ে শিবা হাওলাদার ও তার স্ত্রী কল্পনা রানীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এরআগে বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের বাড়িতে মজুদ থাকা ২০ বস্তা ভিজিডির চাল জব্দ করে পুলিশ। ঘটনার পর থেকে শিবা হাওলাদার ও তার স্ত্রী পলাতক রয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের তালিকায় রয়েছেন ২৬৮ জন উপকারভোগী। তালিকাভুক্ত কার্ডধারীদের প্রতি মাসে ৩০ কেজি ওজনের ১ বস্তা করে চাল দেওয়া হয়। বুধবার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।

শিবা হাওয়ালদার কার্ডধারীদের কাছ থেকে এসব চাল কম দামে ক্রয় করে কালোবাজারে বিক্রির উদ্দেশে বাড়িতে মজুদ করে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেছে। এ ঘটনার পর থেকে শিবা হাওয়ালদার ও তার স্ত্রী পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চৌকিবিাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সরকারী কর্মকর্তাদের উপস্থিতে চাল বিতরণ করা হয়েছে। শিবা হাওয়ালদার নদী-নালার মাছ ধরে জীবিন চালায়। চালের ব্যবসার বিষয়ে আমার জানা নেই।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস বলেন, ৯৯৯ এ পেয়ে অভিযান চালিয়ে ভিজিডির ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ মামলার আসামীদের গ্রেপ্তাারের চেষ্টা চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ