Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলার এক স্কুলছাত্রীকে ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ওই স্কুলছাত্রীকে অপহরনের অভিযোগে দায়েরকৃত মামলায় তার প্রাইভেট শিক্ষক ওমর ফারুক সোহেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ওমর ফারুক সোহেলকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, অপহৃত ওই স্কুলছাত্রীকে প্রাইভেট পড়াতো উপজেলার গোপালপুর খাদুলী গ্রামে দেলবর হোসেনের ছেলে ওমর ফারুক সোহেল। প্রাইভেট পড়ানোর সুবাদে বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীকে সে নানাভাবে উত্যক্ত করতো ।
এ অবস্থায় ৩১ আগস্ট বিকেলের দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশের রাস্তায় হাটতে বের হয়। এসময় সে ধুনট-ধানগড়া পাকা রাস্তার উপর পৌছলে ওমর ফারুক ও তার লোকজন জোর করে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা শাহিদা আক্তার শিমু বাদি হয়ে ওই দিন রাতেই ওমর ফারুকসহ সাত জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি অভিযোগ দেন।
থানা পুলিশ তদন্ত শেষে ৪ সেপ্টেম্বর অপহরণের ওই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং ওমর ফারুক সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পর শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া পাঠানো হয়েছে। এছাড়াও গ্রেপ্তার হওয়া আসামীকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
