ধুনটে ৬ কো‌টি টাকায় ৯ সড়ক উন্নয়নের কাজ শুরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় ৬ কো‌টি ২০ লাখ ৭৩ হাজার ৭০৪ টাকা ব‌্যয়ে ৯‌টি সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সড়ক গুলোর উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস‌্য বীরমু‌ক্তিযোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান।

    সড়ক গুলোর মধ্যে রয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ১১১ টাকা ব‌্যয়ে ১.০৩২ কিলো‌মিটার ভুবনগাঁতী-জয়নগর সড়ক, ১ কো‌টি ৩২ লাখ ৯২৮ টাকা ব‌্যয়ে ১.৫৪ কিলো‌মিটার চৌ‌কিবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদ থেকে দিঘলকান্দী হাট সড়ক, ৬০ লাখ ৫১ হাজার ২৭৭ টাকা ব‌্যয়ে ৭০০‌মিটার ধুনট ইউ‌নিয়ন থেকে দিঘলকান্দী হাট সড়ক, ৩৮ লাখ ৫৪ হাজার ২৩৬ টাকা ব‌্যয়ে ৫০০‌মিটার চাঁন‌দিয়াড় ফুট ব্রীজ থেকে বিশ্বহরীগাছা আবু তাহের এর বাড়ী পর্যন্ত, ৪৬ লাখ ১২ হাজার ৮৭০ টাকা ব‌্যয়ে ৪২৫ মিটার কালেরপাড়া ও বা‌টিকাবাড়ী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় সংযোগ সড়ক, ৮৭ লাখ ৮৭ হাজার ৪৪১ টাকা ব‌্যয়ে ১ কিলো‌মিটার নছরতপুর-‌ধেরুয়াহাটী সড়ক, ৩৮ লাখ ৭৩ হাজার ৬৭ টাকা ব‌্যয়ে ৫১০‌মিটার কা‌শিয়াহাটা-বগা সড়ক, ৩৫ লাখ ২৭ হাজার ৫৬৬ টাকা ব‌্যয়ে ৫০০ মিটার গোসাইবাড়ী-‌শিমুলবাড়ী সড়ক ও ১ কো‌টি ৪ লাখ ৬ হাজার১০৮ টাকা ব‌্যয়ে ১.৩ কিলো‌মিটার পূর্বগুয়াডহুরী-‌জোড়খালী সড়ক।

    নয় সড়‌ক উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্প‌তিবার বিকেলে চৌ‌কিবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদ চত্বরে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এতে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন সংসদ সদস‌্য হা‌বিবর রহমান। প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি বলেন, শেখ হা‌সিনা রাষ্ট্র প্রধান থাকলে শহরের পাশাপা‌শি গ্রা‌মীণ জনপদের উন্নয়ন সাধণ হয়। এজন‌্য শেখ হা‌সিনার নেতৃত্বাধীন সরকার বার বার দরকার। বক্তৃতাকালে তি‌নি শেখ হা‌সিনার সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

    চৌ‌কিবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান হাসানুল ক‌রিম পুটুর সভাপ‌তিত্বে অনুষ্ঠানে বিশেষ অ‌তি‌থির বক্তব‌্য দেন ধুনট উপজেলা নির্বা‌হি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও এল‌জিই‌ডি’র উপজেলা প্রকৌশলী ম‌নিরুল সাজ রিজন।

    অনুষ্ঠানে ধুনট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগ‌ঠনের নেতৃবৃন্দ এবং চৌ‌কিবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদের সদস‌্যবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ