Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় বার্ধক্য জনিত কারণে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। রোববার দুপুর ১২টার দিকে ধুনট শহরের নিজ বাসায় তার মৃত্যু হয়।
বাদ আসর ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, ভিপি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, গোলাম ওহাব, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দোলা রিপন, আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।
