
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: আশরাফুল ইসলাম ইউএইচএফপিও ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির বিভাগীয় সম্পাদক (রাজশাহী বিভাগ) নির্বাচিত হয়েছেন।
ইউএইচএফপিও ফোরাম নির্বাচন ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার ডা: জয়নাল আবেদীন টিটো গত বৃহস্পতিবার ডা: আশরাফুল ইসলামসহ ৫ জনকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করেন। এ উপলক্ষ্যে শনিবার বিকেলের দিকে ধুনট কমিউনিটি ক্লিনিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ ডা: আশরাফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, ধুনট কমিউনিটি ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য ফজলে রাব্বী মানু, আইয়ুব আলী, তানভীর হোসেন, পরিতোষ কুমার, হাবিবা সুলতানা, আবু সুফিয়ান টিপু, গোলাম সরোয়ারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশের সকল জেলার ইউএইচএফপিও এবং ডেপুটি সিভিল সার্জনদের সমন্বয়ে গঠিত এই ফোরামটি স্বাস্থ্য বিভাগের দপ্তর প্রধানদের প্রতিনিধিত্ব করে। আগামী ৩০ সেপ্টেম্বর এ ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হবে।


