Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির আঙিনা থেকে শফিকুল ইসলাম নামে এক কৃষকের চারটি গরু চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগা গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক শফিকুল ইসলাম ওই গ্রামের নাজির সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম একজন প্রান্তিক কৃষক। কৃষি কাজের পাশাপাশি তিনি গরু লালন-পালন করেন। তার গোয়ালে ৫টি গরু ছিল। অন্যান্য দিনের মত সোমবার ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করে বাড়ির আঙিনায় রেখে খেতে দেন।
এরপর তিনি ফজরের নামাজ আদায়ের জন্য পাড়ার মসজিদে চলে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন তার উঠোন থেকে চারটি গরু নেই। এসময় তিনি দৌড়ে রাস্তায় গিয়ে দেখেন দূর্বৃত্তরা পিকআপ ট্রাকে তুলে তার গরু নিয়ে চলে যাচ্ছে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই দূর্বৃত্তরা নির্বিঘ্নে পালিয়ে গেছে।
এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ধুনট বার্তাকে জানান, কৃষকের চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
