Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে মাছ শিকারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে কৃষকের শাবলের আঘাতে মুকুল হোসেন (৪৫) নামে এক কাঠমিস্ত্রি আহত হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রামপুরা-উলুরচাপড় খালের পাড়ে এ ঘটনা ঘটে। আহত মকুল রামপুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত কাঠমিস্ত্রির ছোট ভাই বকুল হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে উলুরচাপর গ্রামের মতিউর রহমানের ছেলে কৃষক ফজলুর রহমানসহ ৫ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামপুরা-উলুরচাপড় গ্রামের খালে প্রায় ২০ দিন আগে ফজলুর রহমান চায়না জাল দিয়ে মাছ শিকার করে। কয়েক দিন পর একই স্থানে মাছ শিকারের জন্য চায়না জাল পাতেন কাঠমিস্ত্রি মুকুল হোসেন। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টাও চলছে।
এ অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে মুকুল হোসেন ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির অদুরে রাস্তায় পৌছলে মুকুলকে শাবল দিয়ে পিটিয়ে আহত করে ফজলুর রহমান ও তার লোকজন। স্বজনরা মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে কৃষক ফজলুর রহমান ধুনট বার্তাকে বলেন, আমি যেখানে জাল পেতে মাছ শিকার করি, মকুল সেখানে দখল নিয়ে জাল পেতে মাছ ধরছে। এ বিষয়টি নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে জানান, থানার একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
