
বগুড়ার ধুনট উপজেলায় জাগরন পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ২০০টি পরিবারের মাঝে পিয়ারা, জাম, আমরা, মেহগনি ও বেলজিয়াম জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া ৫টি পরিবারকে সবজি বীজ ও নগদ ৫০০টাকা করে প্রদান করা হয়। রোববার সকাল ১০টার দিকে সংগঠনের কার্যালয় চত্বর থেকে গাছের চারা ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র এজিএম বাদশাহ্।
বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আপাল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম সাদেক, আবু বক্কও সিদ্দিক, জাগরন পরিবার উন্নয়ন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কর্মসূচী সংগঠক আবু রায়হান, মাঠ সমন্বয়কারী তানভীর রহমান ও শাখা ব্যবস্থাপক বিপ্লব হোসেন।


