ধুনটে বীর মুক্তিযোদ্ধা মুনছুরের ইন্তেকাল

বগুড়ার ধুনট উপজেলায় বার্ধক্য জনিত কারনে বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

রোববার সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ১কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সংসদ সদস্য বীর মু্িক্তযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আজাহার আলী ভূইয়া, আব্বাস আলী, কেএম রায়হান আলী, জহুরুল ইসলাম ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ