Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বগুড়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার নির্বাচিত হয়েছেন ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্ত। সোমবার বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
ধুনট উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য ২১টি ক্যাটাগরীতে ২১জনকে নির্বাচিত করা হয়। প্রথমে ২১টি ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের নির্বাচন করা হয়। এরপর নির্বাচিত ব্যক্তিদের তালিকা জেলায় পাঠানো হয়। সকল উপজেলার তালিকা থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ২১জনকে নির্বাচিত করা হয়। চলতি বছরে ২১টি ক্যাটাগরীর মধ্যে একটি ক্যাটাগরীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ধুনট উপজেলা। এই ক্যাটাগরীটি হলো জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার। ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত এবার বগুড়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ধুনট উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাকছুদার রহমান, নুরুল ইসলাম, আকতারুজ্জামান, আরিফুর রহমান, বিপ্লব কুমার দেবনাথ ও অরুন কুমার দেবনাথ।
উল্লেখ্য, ২০২০ সালের ২২জুন ধুনট উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেন সঞ্জয় কুমার মহন্ত। যোগদানের পর থেকে তিনি সরকারি বিভিন্ন নির্দেশনার পাশাপাশি ধুনট উপজেলার সার্বিক উন্নয়নে ব্যক্তিগত বিভিন্ন পরিকল্পনা গ্রহন এবং বাস্তবায়ন করে প্রশংসিত হোন। নওগাঁ জেলার সদর উপজেলার বাসিন্দা তিনি।
