ধুনটে বিষপ্রয়োগ করে ধানের ক্ষতি সাধন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় পুর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে দুই কৃষকের ৫বিঘা জমির ধানগাছের ক্ষতি সাধন করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় রোববার ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নজরুল ইসলাম উপজেলা নিত্তিপোতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিত্তিপোতা গ্রামের ভূমিহীন নজরুল ইসলাম ও রোস্তম আলী ২০০৭ সাল থেকে ৫ বিঘা সরকারি খাস জমি লীজ নিয়ে চাষাবাদ করে আসছে। চলতি মৌসুমে তারা ওই জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। বর্তমানে ওই জমির ধানগাছে ধান ধরতে শুরু করেছে। শত্রুতা করে কে বা কারা গত শুক্রবার রাতের আঁধারে তাদের জমিতে বিষ প্রয়োগ করেছে। প্রতিদিনের ন্যায় শনিবার সকালের দিকে জমির পরিচর্যা করতে গিয়ে নজরুল ইসলাম ও রোস্তম আলী দেখতে পান তাদের জমির ধানগাছ শুকিয়ে মরে যাচ্ছে।

    এঘটনায় ওই দুই কৃষকের প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম বাদি হয়ে নিত্তিপোতা গ্রামের রমজান আলীর ছেলে শাহিনসহ ১৬জনের নামে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    এ ঘটনায় অভিযুক্ত শাহিন ধুনট বার্তাকে জানান, ধানগাছে বিষ প্রয়োগের বিষয়ে তিনি কিছুই জানেন না। ষড়যন্ত্র করে তাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে জানান, কৃষকের অভিযোগটি একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টির তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ