ধুনটে শিশু শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মাঝে করোনার (কোভিড ১৯) টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। প্রথম ধাপে উপজেলার ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশু শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপের শেষে অবশিষ্ট সকল শিশুকে এ টিকার আওতায় আনা হবে।

    মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বেড়েরবাড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, স্বাস্থ্য সহকারী রাসেল মাহমুদ, পরিবার কল্যাণ সহকারী নাছিমা আক্তারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

    ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুদের মাঝে কোভিডের টিকাদান দুই ধাপে চলবে। প্রতিধাপে ১৩ দিন করে টিকা দেওয়া হবে। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় গিয়ে স্বাস্থ্য কর্মীরা শিশু শিক্ষার্থীদের টিকা প্রদান করবেন। প্রথম দিনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শিশু শিক্ষার্থীরা টিকা গ্রহন করেছে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ