Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় এক নবজাতকের আগমনে খুশিতে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা পূর্ব গুয়াডহুরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমগীর একই গ্রামের মহিরউদ্দিনের ছেলে।
সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন, নিহত আলমগীর হোসেনের ছেলে শামীম হোসেন, সাজেদুল হোসেন, সাখিল হোসেন এবং তার ভাই জাহাঙ্গীর হোসেন ও তাঁর মেয়ে সাবনুর ও ছেলে সজিব হোসেন। নিহত আলমগীর হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হোসেনের বড়ভাই জাহাঙ্গীর হোসেনের নাতনীর জামাই সবুর মিয়ার পরিবারের সাথে তাদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। তিনদিন আগের জাহাঙ্গীরের ছেলের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।
এ খুশিতে মঙ্গলবার বিকেলের দিকে জাহাঙ্গীরের মেয়ে সবুর মিয়ার বাড়িতে মিষ্টি নিয়ে যায়। কিন্তু সবুর মিয়ার পরিবারের লোকজন মিষ্টি না নিয়ে তাকে মারধর করে। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন তাদের পরিবারের লোকজন নিয়ে সবুর মিয়ার বাড়িতে যান।
এতে সবুর মিয়া ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে আলমগীর হোসেনসহ ৭ জনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আলমগীর ও জাহাঙ্গীরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে আলমগীর হোসেন মারা যান। ঘটনার পর থেকে সবুর মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে জানান, হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করা হযেছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নিহতের ময়না তদন্ত শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
