লিটল ম্যাগাজিন সম্পাদক ও সত্তর দশকের কবি রায়হান রাহমানের (তার ডাক নাম ছিলো মোস্তা) মৃত্যুতে বগুড়া লেখক চক্রের পক্ষে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক, সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, উপদেষ্টা কবি বজলুল করিম বাহার, কবি মুহম্মদ শহীদুল্লাহ, সংস্কৃতজন আতিকুর রহমান মিঠু, এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, গল্পকার পিয়াল খন্দকার এবং সাংবাদিক জিএম সজল। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া আরও বিবৃতি দিয়েছেন কবি রেজাউল করিম চৌধুরী, কবি শোয়েব শাহরিয়ার, কবি আব্দুল খালেক, কবি মনসুর রহমান, কবি পান্না করিম, কবি সিকতা কাজল, কবি কামরুন নাহার কুহেলী, রনজু ইসলাম প্রমুখ।
কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদক রায়হান রাহমানের মৃত্যুতে শোক জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন বগুড়া জীবনানন্দ পরিষদের পক্ষ থেকে সভাপতি আমির খসরু সেলিম, সহ সভাপতি এস এম আনিছুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী। উল্লেখ্য, ১৯৫২ সালে বগুড়ায় জন্মগ্রহনকারী এই কবি গত বুধবার বিকালে ঢাকায় মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার পূর্ব পালশায় গ্রামের বাড়ীতে দাফন শেষে তাকে কবরাস্থ করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তার জানাযায় অংশ গ্রহন করেন। তিনি কাষ্টমস বিভাগের একজন সরকারী কর্মকর্তা ছিলেন। সত্তর দশকে বগুড়া থেকে প্রকাশিত তার সম্পাদিত ছোটকাগজগুলোর মধ্যে আছে ‘এ্যালবাম’ ও ‘চোখ’ (যৌথ সম্পাদনা) এবং একক সম্পাদনায় ‘সারাক্ষণ’ ও ‘অনড়’।