বগুড়া জেলা পরিষদ নির্বাচন : ধুনট কেন্দ্রে কে কত ভোট পেলেন

আজ সোমবার (১৭ অক্টোবর ২০২২) বগুড়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বগুড়া জেলা পরিষদের ৯নং ওয়ার্ড ধুনট উপজেলা। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৪৬জন।

সকাল ৯টায় থেকে ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে ভোট গ্রহন শুরু হয়। সেখানে দুটি বুথে ইভিএম এর মাধ্যমে মোট ১৪৬জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহনের সময় নির্ধারণ হলেও দুপুর সাড়ে ১২টার মধ্যে সকল ভোটারগণ ভোট প্রদান করে। একারনে দুপুর ২টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ভোট গ্রহন কর্মকর্তাদের ভোট কেন্দ্রে অলস সময় কাটাতে হয়েছে।

এদিকে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট উপজেলা পরিষদ এলাকায় সোমবার সকাল থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে দায়িত্ব পালন করেন। অবাধ সুষ্ঠ ভোট গ্রহনের জন্য ভোট কেন্দ্রে ও বুথে সিসি ক্যামেরার ব্যবহার করা হয়। ভোট কেন্দ্রের বাহিরে প্রার্থীদের কর্মী সমর্থকবৃন্দকে নিরাপদ দুরুত্তে রাখা হয়।

উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন এ হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৯নং ওয়ার্ড (ধুনট উপজেলা) সাধারণ সদস্য পদে ২জন এবং ৩নং সংরক্ষিত ওয়ার্ডে (ধুনট, শেরপুর ও শাজাহানপুর) ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দুপুর ২টায় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ হেল কাফি। প্রিজাইডিং অফিসারের ঘোষনা অনুযায়ী এই ভোট কেন্দ্রে প্রাপ্তীদের প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে-

চেয়ারম্যান পদ প্রার্থী :
ডা. মকবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১০৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুল মান্নান আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট।

সাধারণ সদস্য পদপ্রার্থী :
এএফএম ফজলুল হক হাতি প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সুজাউদৌলা রিপন তালা প্রতীকে পেয়েছেন ৬১ ভোট। এ পদে ‌১টি ভোট বা‌তিল হয়েছে।

সাধারণ সদস্য পদপ্রার্থী
সুরাইয়া খানম দোয়াতকলম প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজনীন নাহার হরিন প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট। এছাড়া এই পদে মোছাঃ রওশন আরা ফুটবল প্রতীকে ১৬ ভোট, মিসেস সুইটি মল্লিক মাইক প্রতীকে ১৩ভোট ও ফিরোজা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে ২ভোট পেয়েছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ