ধুনটের সেই এনজিও’র  এমডি কারাগারে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় জামিন আবেদন করে হাজির হলে আদালত আলোচিত সেই এনজিও’র ব্যবস্থাপনা পরিচালক শাহ আলীকে (এমডি) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার সকালে সে মামলায় জামিন প্রার্থনা করে আদালতে উপস্থিত হন। এসময় বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট ধুনট আমলি আদালতের হাকিম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এনজিও পরিচালক নাম শাহ আলী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বাসিন্দা। গত ১২ সেপ্টেম্বর আল আমিন নামের এক গ্রাহক ২৫ লাখ ২৪ হাজার ২৭৯ টাকা দাবী করে ওই এনজিও কর্মকর্তার বিরুদ্ধে আদালতে এ মামলা দায়ের করে।

    জানা গেছে, ২০১০ সালে প্রাপ্তি সঞ্চয় ও ঋণদান সমিতি নামে একটি বেসরকারী এনজিও সংস্থার কার্যক্রম চালু করেন শাহ আলী। ২০১৩ সালে নাম পরিবর্তন করে পল্লী প্রগতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ নাম দেন।

    এরপর ওই এনজিওতে ৩০ জন শেয়ার হোল্ডার সদস্য, ১০ জন ডিপিএস এবং ৩০০ জন সাধারণ সঞ্চয় ও ঋণের সদস্য সংগ্রহ করে কোটি টাকা হাতিয়ে নেন তিনি। ২০২২ সালের জানুয়ারী মাস থেকে হঠাৎ করেই এনজিওর সদস্যদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন শাহ আলী।

    এ অবস্থায় ৫ জুন দুপুরে ২০-৩০ জন গ্রাহক শাহ আলীকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এসময় শাহ আলী ২৪ জুনের মধ্যে টাকা ফেরতের অঙ্গিকার করে স্ট্যাম্প স্বাক্ষর করে মুক্ত হন। কিন্তুনির্ধারিত তারিখের মধ্যে গ্রাহকদের প্রায় পাওনা টাকা ফেরত দিতে ব্যর্থ হন তিনি।

    এ ঘটনার পর ১২ সেপ্টেম্বর গ্রাহক আল আমিন বাদি হয়ে ওই এনজিওর এমডি শাহ আলীর বিরুদ্ধে আদালতে ২৫ লাখ ২৪ হাজার ২৭৯ টাকা দাবি একটি মামলা দায়ের করেন। এছাড়া আরো ৪ জন গ্রাহক তাঁর বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করেছে।
    এদিকে গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ওই এনজিওর কর্মকর্তা তাঁর স্ত্রী-কন্যাকে অপহরন ও চাঁদা চাওয়ার অভিযোগ এনে ১৫ জন গ্রাহককে আসামী করে গত ৫ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিষয় গুলো নিয়ে এলাকায় আলোচিত এই এনজিও পরিচালক। 

    বাদি পক্ষের আইনজীবি উত্তম কুমার বলেন, এনজিওর নামে  গ্রাককদের অর্থ আত্বসাতের অভিযোগে দায়ের করা মামলার আসামী শাহা আলী জামিন আবেদন করে আদালতে উপস্থিত হন। এসময় আদালতের হাকিম জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ