
বগুড়ার ধুনট উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জন শিশু শিক্ষার্থীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। হুইল চেয়ারগুলোতে ব্যয় হয়েছে ২৫ হাজার টাকা। রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত¡রে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার পাওয়া শিক্ষার্থীরা হলেন, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী পারভেজ হোসেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সেবা খাতুন ও শাফিউল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা মাকসুদার রহমান, আরিফুর রহমান, বিপ্লব দেবনাথ, অরুন দেবনাথ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, রেহেনা আক্তার বানু ও তোজাম্মেল হক প্রমুখ।


