Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ধুনট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য বেলকুচি গ্রামের জামিল উদ্দিন (৫৮), একই গ্রামের শাহ আলমের ছেলে দুলাল রহমান (৩১) ও নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আবুল কালাম (৪৫)।
রোববার ধুনট শহর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে এবং সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে তাদেও বগুড়ার আদালতে পাঠানো হয়। পরে আদালত গ্রেফতারকৃতদের বগুড়া জেলা কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর উপজেলার বিশ্বহরিগাছা বাজার এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটি ওই কার্যালয়ে কর্মরত মাহবুবুর রহমান নামের এক কর্মকর্তার।
পেশাগত প্রয়োজনে মাহবুবুর রহমান চলতি মাসের শুরুর দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকার মেকানিক দুলাল রহমানের দোকান থেকে একটি পুরানো মোটরসাইকেল ক্রয় করেন। মোটরসাইকেলটি কয়েকদিন ব্যবহার করার পর মাহবুবুর রহমান শনাক্ত করেন এটি তার চুরি হওয়া মোটরসাইকেল। চোর চক্র মোটরসাইকেলটির চাকা ও হাইড্রোলিক পরিবর্তন করে বিক্রি করেছে।
চুরি যাওয়া মোটরসাইকেল শনাক্ত করার পর মাহবুবুর রহমান কৌশলে মোটরসাইকেলটি ফেরৎ দেবার প্রস্তাব করেন এবং টাকা ফেরৎ চান। কিছু টাকা কম দেবার শর্তে মোটরসাইকেলটি ফেরৎ নিতে রাজি হয় মেকানিক দুলাল। শর্ত অনুযায়ী রবিবার বিকেলে মোটরসাইকেল জমা দিয়ে টাকা ফেরৎ নেন ব্র্যাকের ওই কর্মকর্তা। টাকা বুঝে নেবার পর তিনি সেখান থেকে গোপনে পুলিশকে খবর দেন।
পরে ধুনট থানা পুলিশ শহরের বাসষ্ট্যান্ড এলাকার দুলাল রহমানের গ্যারেজ থেকে এনজিও কর্মকর্তার চোরাই মোটরসাইকেরটি উদ্ধার এবং দুলালকে গ্রেফতার করে। পরবর্তিতে দুলাল রহমানের দেওয়া তথ্যমতে শহরের সোনামুখী সড়কের পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের একটি দোকান থেকে ব্যবসায়ী আবুল কালাম ও জামিল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃদেশীয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে এই চক্রের আরও সদস্যদের পরিচয় এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান অব্যাহত রেখেছি।
