ধুনটে অবসরপ্রাপ্ত দায়রা জজ তাজ মোহাম্মদ আর নেই

বগুড়ার ধুনট উপজেলায় অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তাজ মোহম্মাদ শেখ (৭০) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না ….. রাজেউন)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বিচারক জীবনের উল্লেখ্যযোগ্য ঘটনা ছিল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে মৃত্যুদন্ড প্রদান। জেলা ও দায়রা জজ থেকে অবসর গ্রহনের পর তিনি সুপ্রীম কোর্টের আইনজীবি পেশায় নিয়োজিত ছিলেন। সদালাপী, বিনয়ী ও হাস্যোজ্বল এ মানুষটি জিএমসি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন স্কুল, কলেজ প্রতিষ্ঠা এবং সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।

সোমবার বাদ আসর ঢাকায় হাইকোর্ট চত্বরে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া মঙ্গলবার ধুনটের জিএমসি ডিগ্রি কলেজ মাঠে ২য় এবং খাদুলী কেন্দ্রীয় কবরস্থানে ৩য় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে ওই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ এমপি, অবসরপ্রাপ্ত জজ আতাউর রহমান, ডা. এমদাদুল হক, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. মাহবুবুর রহমান, অধ্যক্ষ সামসুল হক, অধ্যক্ষ আব্দুর রহমান, এ্যাড. আব্দুল মতিন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা বিএম আজিজুর রহমান, আজাহারুল ইসলাম, রুহুল আমীন, শাহজাহান আলী ভুঞা, জহুরুল ইসলাম, আসমত আলী, রায়হান মুন্সি, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, আলিমুদ্দিন হারুন মন্ডল, আব্দুল খালেক মন্ডল, আবুল কালাম মন্ডল, জাতীয় পার্টির নেতা বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, আনোয়ারুল ইসলাম, গোলাম হোসেন সরকার, জিএমসি ডিগ্রী কলেজের সভাপতি এ্যাড. খোদা বক্স তালুকদার, অধ্যক্ষ ড. আবুল কাশেম মীর, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, মথুরাপুর ইউনিয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাম্মাদ আলী জোহান, পিরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের নেতা ফয়জুল করিম খালিদ, ধুনট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ