
বগুড়ার ধুনট উপজেলায় লুঙ্গির কাপড়ে মোড়ানো এক নবজাতক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক এক দিন।
আজ বুধবার (২ নভেম্বর) বিকাল ৫টার দিকে চাঁনদিয়ার-জালশুকা সড়কের কুমুড়িয়াডাঙ্গা খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ধুনট বার্তাকে বলেন, ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাত থেকে উদ্ধারের আগে যে কোন সময়ে নবজাতক মেয়েটিকে কে বা কারা ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন খবর দেওয়ার পর পুলিশ গিয়ে নবজাতকের সুরুতহাল রিপোর্ট তৈরী করে এবং লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


