
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালসিং গ্রামের কবি আজহারুল ইসলাম আর নেই। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১বৎসর।
কবি আজহারুল ইসলাম কর্মজীবনে একজন শিক্ষক ছিলেন। ১৯৬৮ সালে তিনি বগুড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হোন। ১৯৯১ সালে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে তিনি চাকুরী থেকে অবসরে যান।
কবি আজহারুল ইসলাম নিয়মিত সাহিত্য বিষয়ক লেখালেখি করতেন। বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ২০০৮ সালে তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘লাল কামিজ’ প্রকাশিত হয়।
আজ বাদ আছর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে এই গুনিজনের দাফন সম্পন্ন হবে।


