ধুনটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেতৃবৃন্দ।

    এদিকে বিকেল ৩টার দিকে ধুনট সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতি করার অধিকার নেই। কিন্তু বঙ্গবন্ধুর খুনিরা বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। তাদের গাড়ীতে পতাকা ওড়ানোর সুযোগ দিয়েছে, স্বাধীনতা বিরোধীরা মন্ত্রী হয়েছে।

    তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি রেখেগেছেন। অথচ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের অর্থ লুটপাট করে জিয়া পরিবার হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বেগম জিয়া ও তারেক রহমান এতিমদের অর্থও আত্মসাত করেছে। দেশের মানুষকে বিদ্যুতের খাম্বা দেখিয়ে তারা অর্থ লুটপাট করেছে।

    মজিবর রহমান মজনু আরও বলেন, জাতির জনক বাঙালীর মুক্তি সংগ্রামের জন্য লড়াই করেছেন। স্বাধীনতার এই মহানয়ক সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা তার স্বপ্ন পূরণে কাজ করছেন। স্বাধীনতা বিরোধী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল ও পদ্মাসেতুসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। দেশের উন্নয়নে বিএনপি জামাতের ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

    ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

    ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ম সম্পাদক মহ‌সিন আলম, উপজেলা যুবলীগের সভাপ‌তি ভি‌পি শেখ ম‌তিউর রহমান, উপজেলা ম‌হিলা আওয়ামী লীগের সভাপ‌তি প‌পি রানী পোদ্দার, বগুড়া জেলা কৃষক লীগের সহসভাপতি আনোরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সে‌লিম রেজা রিমান, শ্রমিক লীগ নেতা খায়রুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকা‌রিয়া খন্দকার।

    সভায় ধুনট উপজেলা, ধুনট পৌর ও সকল ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ