ধুনটে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি জেমস ও সম্পাদক পুটু

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) এসোসিয়েশনের ৫ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিককে সভাপতি ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটুকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাছরিন, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল ও গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষনা করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ