ধুনটে যুবলীগের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

বিএনপি-জামাতের দেশ বিরোধী নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলা এবং অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে।

শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার গেট থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সিনিয়র সহসভাপতি প্রভাষক আলিম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আতিকুর রহমান, যুবলীগ নেতা অমৃত কুমার লিটন, শাহাদৎ হোসেন, রাজিবুজ্জামান, মনির হোসেন বাবু, আব্দুর রশিদ, মিনহাজুল ইসলাম বাবু, মনির হোসেন, সৌরভ হাসান, সাইদুর রহমান, শাহরিয়ার স্বাধীন, কায়েস, সোহাগ, সিহাব, রতন, হেলাল, মাসুদ, ইব্রাহিম, রুবেল আহম্মেদ, আজিজুল হক প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ