বিয়ে বিচ্ছেদে বাঁধা দেওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বিচ্ছেদে বাঁধা দেওয়ায় ছোট ভাই স্বপন মিয়ার ছুরিকাঘাতে বড় ভাই কামাল পাশা পুটু (৬০) আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা নিমগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা একই গ্রামের জনাব আলীর ছেলে।

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন মিয়া দুই সন্তানের জনক। সম্প্রতি তার স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকালের দিকে তাদের বাড়ির উঠোনে বড় ভাই কামাল পাশা বিয়ে বিচ্ছেদ করতে স্বপনকে নিষেধ করে। এসময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

    এক পর্যায়ে স্বপন মিয়া ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো চাকু নিয়ে এসে তার বড় ভাইকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে স্বপনকে আটক করে রাখে। আহত কামাল পাশার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় স্বপন মিয়াকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

    এ বিষয়ে আটক স্বপন মিয়া বলেন, ‘বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না। তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বড় ভাই তালাক দিতে নিষেধ করে মঙ্গলবার সকালে বকাঝকা করে। একারণে রাগ হওয়ায় তাকে আঘাত করেছি।’

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, ছুরিকাঘাতে ঘটনায় জনতার হাতে আটক ব্যক্তিতে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ