ধুনটে ছিনতাইয়ের অভিযোগে তিন যুবক গ্রেফতার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় মজনু আলম নামে এক ব্যবসায়ীর মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার দুপুরের দিকে ব্যবসায়ী মজনু আলম বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় ছিনতাই চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

    থানা পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেল ৪টার দিকে ওই তিন যুবককে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। এরআগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিয়াহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

    আটক যুবকেরা হলো, বগুড়ার শেরপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নুরু শেখের ছেলে আকাশ ইসলাম ওরফে খলিল (১৯), রহমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম তানভির (২২) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার লাঙ্গলমোড়া উত্তরপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আশিক হাসান ওরফে মুন্না (১৯)।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মজনু আলম ধুনট উপজেলার মথুরাপুর বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১১টার দিকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ছাতিয়ানি গ্রামের দিকে রওনা হয় মজনু।

    পথিমধ্যে কাশিয়াহাটা ঈদগাহ এলাকায় পৌঁছলে ৪ যুবক মজনু আলমের মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় তারা মজনু আলমের মুখ বেঁধে মুঠোফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের মাঝে ধস্তধস্তির এক পর্যায়ে মজনু আলম চিৎকার শুরু করে।

    তার চিৎকারে স্থানীয় বাজারের নৈশপ্রহরী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে তিন যুবককে আটক করে। এসময় একজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাত ১২টার দিকে ধুনট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে থানা হেফাজতে নেয়।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন ছিনতাই চেষ্টার সত্যতা স্বীকার করেছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ