Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় তালাক প্রদান করা স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩২) এবং তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাদ আলী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার তারাকান্দি গ্রাম থেকে শরিফ মিয়াকে এবং বগুড়ার শেরপুর শহর এলাকা থেকে সামাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ মিয়া তারাকান্দি গ্রামের হাফিজার রহমানের ছেলে। প্রায় ১১ বছর আগে প্রতিবেশী বাবলু মন্ডলের মেয়ে মৌসুমি আক্তার সুরভীকে (২৫) বিয়ে করে। তাদের ৮ বছর বয়সি একটি কণ্যা সন্তান রয়েছে। শরিফ প্রায় ৬ মাস আগে তার স্ত্রী সুরভীকে তালাক প্রদান করে। এ ঘটনার পর সুরভি বাদি হয়ে বগুড়া আদালতে শরীফের বিরুদ্ধে যৌতুক মামলা করে। মামলাটি আদালতে বিচারাধিন রয়েছে।
গত ০৩ ফেব্রয়ারি শরিফ তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার রাতে শরিফ তার প্রাক্তন স্ত্রীর বাবার বাড়িতে ঢুকে আবারো সুরভিকে ধর্ষণ করে। এসময় সুরভির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শরিফকে আটক করে রাখে। থানা পুলিশ রাতেই শরিফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় শুক্রবার সকালে সুরভি বাদি হয়ে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করে।
অপরদিকে গত ২৬ জানুয়ারী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে (১০) বাড়ির পাশে লাকড়ি (খড়ি) কুড়াতে যায়। এসময় মেয়েটিকে একা পেয়ে পান খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সামাদ আলী। সামাদ আলী উপজেলার বড়বিলা গ্রামের আফছার আলীর ছেলে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ সমঝোতার চেষ্টা করে।
ঘটনার ১৩ দিন পর বুধবার সকালের দিকে মেয়েটি অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে মেয়েটির বাবা বাদি হয়ে সামাদ আলীকে আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামীদের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।