Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা প্রয়াত নূরুন নাহার সুফিয়া কামরুন ওরফে হাওয়া ম্যাডাম স্মৃতিতে আল কোরআন শিক্ষালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিনামূল্যে এতিম শিশুরা বাংলা-ইংরেজী পাঠ্যবই এর পাশাপাশি আল কোরআন শিক্ষার সুযোগ পাবে এই শিক্ষালয়ে। শনিবার বিকেল ৫টার দিকে ধুনট বাজারের গোসাইবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই শিক্ষালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রয়াত স্কুল শিক্ষিকার ছোট বোন আকতামা বেগম ও নাতি রায়েস রশিদ মাহমুদ। প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল হক শান্তি।
এসময় আল কোরআন শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ব্যরিস্টার আখতার মাহমুদ, সম্পাদক আইএএম ফয়জুল করিম খালিদ, এডভোকেট রওশন উল হক সৃজন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাহমুদ শিশির, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সমাজকর্মী সাব্বির হোসেন, আরিফুল ইসলাম শ্যামল, সলিসিটর সাদিয়া আহমেদ ও উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান।
উল্লেখ্য, ২০০৯ সালের ৩ ডিসেম্বর মৃত্যুবরন করেন নূরুন নাহার সুফিয়া কামরুন ওরফে হাওয়া ম্যাডাম। শহরের গোসাইবাড়ী বাসস্ট্যান্ড এলাকার তার নিজস্ব বাস ভবনে এতিম শিশুদের জন্য আল কোরআন শিক্ষালয় প্রতিষ্ঠাতা করেছেন তার স্বজনরা। আগামী ১ রমজান থেকে সেখানে বিনামূল্যে এতিম শিশুদের থাকা, খাওয়াসহ কোরআন শিক্ষা এবং বাংলা-ইংরেজী পাঠ্যদান করা হবে।