ধুনটে ক্যান্সার আক্রান্ত রাকিব বাঁচতে চায়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    চিকিৎসক হওয়ার স্বপ্নের পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন রাকিব। এবছর বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি পাশ করেছেন। এরপরই ছন্দপতন ঘটল। শারীরিক নানা সমস্যায় একসময় হাসপাতালের শরণাপন্ন হতে হলো রাকিব হাসানকে।

    অনেক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান, তার শরীরে বাসা বেঁধেছে কোলন ক্যান্সার। মাথায় আকাশ ভেঙে পড়ে রাকিবের পরিবারের অন্যরাও মেনে নিতে পারেন না বিষয়টি। ঢাকা পর্যন্ত গেলেন। সেখানকার চিকিৎসকদেরও একই মত। অসুস্থতার কারণে বিবর্ণ হয়ে গেছে তার জীবনের সব রং। কিন্তু তা সত্ত্বেও বাদ দেয়নি পড়ালেখা। বাঁচার আকুতি তার।

    বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নে ধেরুয়াহাটি গ্রামের জেল কাদিরের ছেলে রাকিব হাসান। তিন ভাইয়ের মধ্যে রাকিব মেঝো। সবার আদরের। বাবা দিনমজুর আর মা অন্যের বাড়িতে ঝি’র কাজ করেন। সহায় সম্বল বলতে শুধু ৪ শতক বসতবাড়ি। রাকিবের চিকিৎসার খরচ যোগাতে নিঃস্ব পরিবারটি।

    বর্তমানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাঃ জুলফিকার আলীর তত্বাবধানে আছেন রাকিব। চিকিৎসক বলেছেন উন্নত চিকিৎসায় তাকে সুস্থ্য করা সম্ভব। রাকিবের চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকার প্রয়োজন।

    কিন্ত তার দিনমজুর বাবার পক্ষে এতো টাকা যোগানো সম্ভব না। পরিবারের দারিদ্রতার কারণে হারিয়ে যাচ্ছে রাকিবের স্বপ্ন। হতাশ হয়ে পড়েছেন তার পরিবার। হৃদয়বান মানুষের সহযোগীতাই দিনমজুর পরিবারে প্রদীপ জ্বালাতে পারে। রাকিবের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগীতা চেয়েছেন তার পরিবার।

    সাহায্য পাঠানোর ঠিকানাঃ

    রাকিব হাসান
    রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
    মথুরাপুর শাখা, ধুনট।
    সঞ্চয়ী হিসাব নম্বর-৯৩৭৮
    বিকাশ/ নগদ/ রকেট- ০১৭১৬৮৬৭১৩২।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ